About
আমাদের কথা “সা কলা যা বিমুক্তয়ে” – শিল্পকলা শিক্ষা কে আমরা সামাজিক উন্নয়নের চাবিকাঠি বলে মনে করি। কারন যে কোন শিল্পকলা শিক্ষা মানবিক চরিত্রগঠনে বিশেষ ভূমিকা পালন করে। সুশৃঙ্খল সুস্থ সুন্দর সমাজ গঠনে শিল্পকলা শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য।
এর গুরুত্বকে পাথেয় করে দেবারতি কলা কেন্দ্র ২০০৫ সাল থেকে যাত্রা শুরু করে। এটি একটি প্রতিষ্ঠান হিসাবে ২০০৮ সালে অন্তর্ভুক্ত হয়। তারপর থেকে, আমাদের দেবারতি কলা কেন্দ্র অনন্তকালের পথে ক্রমাগত এগিয়ে চলেছে। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য শিল্পকলা শিক্ষা ও শিল্পবিষয়ক পেশাগত শিক্ষা হলেও আমরা বিভিন্ন সমাজসেবা ও সমাজ সচেতনতামূলক কাজে পিছিয়ে নেই। সরকারী সমাজ সচেতনতামূলক প্রচার অভিযান সহ বিভিন্ন সামাজ সচেতনতামূলক প্রচারে আমরা বিশেষ ভূমিকা পালন করি।
বিশ্বের শিল্পকলার চলমান ধারা ও চিরাচরিত প্রথা এই দুইয়ের মেলবন্ধনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের শিল্পশিক্ষার পাঠ দিয়ে চলেছি এক দশকেরও বেশি সময় ধরে। বিভিন্ন মাধ্যম যথা- পেন্সিল ড্রয়িং, অয়েল প্যাস্টেল, জলরং, অ্যাক্রিলিক ও তেলরঙ ছাড়াও অন্যন্য বিভিন্ন মাধ্যেমের চর্চা চলে আমাদের প্রতিষ্ঠানে। এছাড়াও বিশেষভাবে আগ্রহী কিছু শিক্ষার্থীদের তাদের পছন্দমতো কিছু বিষয়ে সম্যকভাবে শিক্ষা দেওয়া হয়। যেমন, ভারতীয় ঐতিহ্যবাহী টেম্পারা পেইন্টিং, পোর্ট্রেট পেইন্টিং, ভাস্কর্যকলা, হস্তশিল্পকলা ইত্যাদি। যেগুলি শিক্ষার্থীদের শুধু শিল্প নৈপুণ্যই বাড়ায় তা নয়, বরং তা শিক্ষার্থীদের পেশাদার করে তোলে এবং বিশ্বজুড়ে বিভিন্ন সম্মানের অধিকারী করে তোলে।
বর্তমানে আমরা শিক্ষার্থীদের পেশামুখী করে তোলার উদ্দেশ্যে চিত্রকলা ছাড়াও কিছু পেশাদারী কোর্স নিয়ে এসেছি। সেগুলিও অনেকটাই শিল্প সম্বন্ধীয়। যেমন গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং। যেগুলি এখান থেকে শিখে তারা নিজেদের কেরিয়ার তৈরি করতে পারবে। এখানে শুধুমাত্র কিছু সফটওয়্যার শেখানোর জন্যই এই কোর্স করান হয় না।বরং সেগুলির পেশাগতভাবে বাস্তবিক প্রয়োগের বিষয়েও অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা দেওয়া হয়। বর্তমানে দেশে বিদেশে যেই ধরণের কাজের ধারা চলছে, সেই বিষয়েও শিক্ষার্থীদের আলোকপাত করা হয়।
প্রযুক্তির জোয়ারে গোটা দেশ তথা বিশ্ব ভাসছে। এরকম অবস্থায় আমরাও পিছিয়ে নেই। কিছু শিক্ষার্থী ও শিক্ষকমহাশয়দের দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা ও সময় সম্বন্ধীয় বিভিন্ন অসুবিধার কথা মাথায় রেখে আমরা শুধু সামনা সামনি বসে শিক্ষন প্রক্রিয়া চালানোর পাশাপাশি অনলাইনেও শিক্ষন ব্যবস্থা চালু করেছি। সেখানেও শিক্ষার্থীরা খুব স্পষ্টভাবেই শিখতে পারবে সেটা নিশ্চিতভাবে বলতে পারি। সামনা সামনি বসে ও অনলাইন উভয় পদ্ধতিতে আমরা চিত্রকলা ও গ্রাফিক ডিজাইনের সকল কোর্সেই শিক্ষাদান করে থাকি।
আমাদের প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টায় আমরা পেয়েছি একগুচ্ছ নক্ষত্র। যারা দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছে এবং করে চলেছে। যাদের শিল্পকর্ম দেশে বিদেশে নিয়মিতভাবে বিক্রি হচ্ছে। পেশাগতভাবেও অনেকে এখন প্রতিষ্ঠিত। কেউ হচ্ছে গিনিস বুক রেকর্ড হোল্ডার কেউ ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার। কেউ বিভিন্ন প্রতিযোগিতায় হচ্ছে সফল। আমরা জানি প্রত্যেকের মধ্যেই লুকিয়ে রয়েছে অসীম সম্ভাবনা। সেই সমস্ত প্রতিভাগুলির বিকাশ সাধনে আমরা বদ্ধ পরিকর।
Debarati Kala Kendra started its journey from 2005. It was incorporated as an institution in 2008. Since then, our Debarati Kala Kendra has been continuously moving forward on the path of eternity. Art education is the main objective of this institution, but our institution is not lagging behind in various social service and social awareness activities.
Today our organization Debarati Kala Kendra is a registered organization under the Trust Act of West Bengal Government. (Regd. No. IV – 190200663/2023 ) Which is able to conduct various programs of the organization freely all over India.
The annual programs of the organization are executed with utmost importance.
Conducting annual examination of students and issuing functional certificates.
To encourage meritorious students by showing medals and honours.
To arrange the exhibition of beautiful works of the students.
To arrange at least one outdoor study every month for the progress of students’ work.
Organize one or two educational trips per year.
Every year it is our endeavor to find out the best art students at block level, district level, state level and national level and show them the honour they deserve (Debarati Kala Ratna Award) and encourage them.
It is our humanitarian effort to extend a hand of support to future artists who are backward due to various reasons.
Workshops and art camps are organized for the purpose of connecting established artists and aspiring artists of the country.
We can implement the plans with the help of our team members and well-wishers like you. We hope you will always be by our side.
