Skip to content Skip to footer

দেবারতি কলারত্ন পুরস্কার ২০২৪

দেবারতি কলা কেন্দ্রের পরিচালনায় এক বড় মাপের অঙ্কন প্রতিযোগিতা , সারা দেশ ব্যাপি।
🎨 কোন প্রবেশমূল্য লাগবে না
🎨 দুইটি পর্যায়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হবে।
🎨 প্রথম পর্যায় অনলাইন মাধ্যমে হবে। এই পর্যায়ে বিভাগ অনুযায়ী ছবির যে বিষয় দেওয়া হয়েছে সেই ছবি নিজের ভাবনায় এঁকে ১৫ই জুন থেকে ৩১শে জুলাই এর মধ্যে 9474564678 এই হোয়াটস অ্যাপ নাম্বারে পাঠাতে হবে।
🎨 যারা অন্তিম পর্যায়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ পাবে তাদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৫ ই আগস্ট তারিখে।
🎨 অন্তিম পর্যায় হবে আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ রবিবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে।
🎨 ঐ দিন সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতায় সেই ছবিটি আবার আঁকবে যে ছবিটি অনলাইনে জমা করবে।
🎨 ঐদিন বিকাল চারটায় যদুভট্ট মঞ্চে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দেবারতি কলারত্ন পুরস্কারে ভূষিত করা হবে উপস্থিত সকল প্রতিযোগীদের।
যোগ্যতার বিচারে জাতীয় স্তরের ,রাজ্যস্তরের , জেলা স্তরের এবং ব্লক স্তরের কলারত্ন পুরস্কার প্রদান করা হবে।

🎨 বিভাগ এবং জন্মসাল অনুযায়ী অঙ্কনের বিষয় নিচে দেওয়া হল।

🎨 GROUP A (2018) প্লাসটিকের বালতি আর মগ দিয়ে নিজস্ব কম্পোজিশন

🎨GROUP B ( 2017) একটি প্রজাপতি ও যে কোন একটি ফুল দিয়ে নিজস্ব কম্পোজিশন

🎨GROUP C (2016) ফুলদানী ও সূর্যমূখী ফুল দিয়ে নিজস্ব কম্পোজিশন

🎨GROUP D (2015) যে কোন দুটি মাটির পাত্র দিয়ে নিজস্ব কম্পোজিশন

🎨GROUP E (2014) কাপ ডিস এবং একটি চা চামচ দিয়ে নিজস্ব কম্পোজিশন

🎨GROUP F (2013) ফুটবল এবং একজোড়া খেলার বুটজুতো দিয়ে নিজস্ব কম্পোজিশন

🎨GROUP G (2012) কেটলী এবং চায়ের গ্লাস দিয়ে নিজস্ব কম্পোজিশন

🎨GROUP H (2011) জল, মাছরাঙা ও মাছ দিয়ে নিজস্ব কম্পোজিশন

🎨GROUP I (2010) পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া (বাঁকুড়ার ঘোড়া হিসেবে পরিচিত) , বই এবং মোমবাতি দিয়ে নিজস্ব কম্পোজিশন ।

🎨GROUP J (2009) গরু এবং গরুর গাড়ি দিয়ে নিজস্ব কম্পোজিশন

🎨GROUP K (2008) কমপক্ষে ১জন বালক, ১জন বালিকা নিয়ে যেকোনো হারিয়ে যেতে বসা খেলা বিষয়ক নিজস্ব কম্পোজিশন

🎨GROUP L (2007) তালগাছ, ছাগল এবং মানুষ দিয়ে নিজস্ব কম্পোজিশন

🎨GROUP M (2006 and ABOVE) যেকোন অচেনা মানুষের মুখাবয়ব (বিশেষভাবে পরিচিত কারও মুখাবয়ব হলে চলবে না)।

🎨 যেকোন মিডিয়ামে করা যাবে। কিন্তু একটি রঙে আঁকা ছবি বাতিল করা হবে।
🎨 বসে আঁকো প্রতিযোগিতার দিনে একটি ১১”/১৫” সাইজের কাগজ সরবরাহ করা হবে।

সকলের সহযোগিতা কামনা করি।🙏

Devarati Kalaratna Award 2024

A biggest painting competition organized byDebarati Kala Kendra, all over the country.
🎨 No entry fee
🎨 This competition will be completed in two steps
🎨 The first step will be through online. At this step the subject of the picture given according to the category should be drawn and sent to this WhatsApp number 9474564678 between 15th June and 31st July.
🎨 The list of names of those who will get a chance to participate in the drawing competition will be published on August 15th.
🎨 The final step will be held on Sunday 15th September 2024 at Jadubhatta Mancha at Bishnupur in Bankura district.
🎨 On that day from 10 am to 12 noon sit and draw contest will re-draw that picture who will submit the picture online.
🎨 On that day at 4:00pm in the afternoon at Jadubhatta Manch, all the contestants present will be awarded theDebarati Kalaratna Award.
National level, state level, district level and block level Kalaratna awards will be given based on merit.
🎨 Category and Year of Birth wise drawing topics are given below.
🎨 GROUP A (2018) Own composition with a plastic bucket and a mug

🎨GROUP B (2017) Own composition with a butterfly and any flower
🎨GROUP C (2016) Own composition with vase and sunflowers

🎨GROUP D (2015) Own composition with any two clay pots
🎨GROUP E (2014) Own composition with cups and a teaspoon
🎨GROUP F (2013) Own composition with football and a pair of sports shoes
🎨GROUP G (2012) Own composition with kettle and tea glass
🎨GROUP H (2011) Own composition with water, fish and kingfisher
🎨GROUP I (2010) Panchmura terracotta horse (known as bankura horse), own composition with book and candle.
🎨GROUP J (2009) Own composition with cows and bullock cart
🎨GROUP K (2008) Own composition on any get lost game with at least 1 boy, 1 girl
🎨GROUP L (2007) Own composition with palm tree goat and a human figure.
🎨GROUP M (2006 and ABOVE) Any stranger’s face (especially not a familiar face).
🎨 Can be done in any medium. But pictures drawn in one color will be rejected.
🎨 An 11”/15” size paper will be provided on the day of the Sit and Draw competition.
Wish everyone’s cooperation