দেবারতি কলারত্ন পুরস্কার ২০২৪
দেবারতি কলা কেন্দ্রের পরিচালনায় এক বড় মাপের অঙ্কন প্রতিযোগিতা , সারা দেশ ব্যাপি।
🎨 কোন প্রবেশমূল্য লাগবে না
🎨 দুইটি পর্যায়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হবে।
🎨 প্রথম পর্যায় অনলাইন মাধ্যমে হবে। এই পর্যায়ে বিভাগ অনুযায়ী ছবির যে বিষয় দেওয়া হয়েছে সেই ছবি নিজের ভাবনায় এঁকে ১৫ই জুন থেকে ৩১শে জুলাই এর মধ্যে 9474564678 এই হোয়াটস অ্যাপ নাম্বারে পাঠাতে হবে।
🎨 যারা অন্তিম পর্যায়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ পাবে তাদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৫ ই আগস্ট তারিখে।
🎨 অন্তিম পর্যায় হবে আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ রবিবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে যদুভট্ট মঞ্চে।
🎨 ঐ দিন সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত বসে আঁকো প্রতিযোগিতায় সেই ছবিটি আবার আঁকবে যে ছবিটি অনলাইনে জমা করবে।
🎨 ঐদিন বিকাল চারটায় যদুভট্ট মঞ্চে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দেবারতি কলারত্ন পুরস্কারে ভূষিত করা হবে উপস্থিত সকল প্রতিযোগীদের।
যোগ্যতার বিচারে জাতীয় স্তরের ,রাজ্যস্তরের , জেলা স্তরের এবং ব্লক স্তরের কলারত্ন পুরস্কার প্রদান করা হবে।
🎨 বিভাগ এবং জন্মসাল অনুযায়ী অঙ্কনের বিষয় নিচে দেওয়া হল।
🎨 GROUP A (2018) প্লাসটিকের বালতি আর মগ দিয়ে নিজস্ব কম্পোজিশন
🎨GROUP B ( 2017) একটি প্রজাপতি ও যে কোন একটি ফুল দিয়ে নিজস্ব কম্পোজিশন
🎨GROUP C (2016) ফুলদানী ও সূর্যমূখী ফুল দিয়ে নিজস্ব কম্পোজিশন
🎨GROUP D (2015) যে কোন দুটি মাটির পাত্র দিয়ে নিজস্ব কম্পোজিশন
🎨GROUP E (2014) কাপ ডিস এবং একটি চা চামচ দিয়ে নিজস্ব কম্পোজিশন
🎨GROUP F (2013) ফুটবল এবং একজোড়া খেলার বুটজুতো দিয়ে নিজস্ব কম্পোজিশন
🎨GROUP G (2012) কেটলী এবং চায়ের গ্লাস দিয়ে নিজস্ব কম্পোজিশন
🎨GROUP H (2011) জল, মাছরাঙা ও মাছ দিয়ে নিজস্ব কম্পোজিশন
🎨GROUP I (2010) পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া (বাঁকুড়ার ঘোড়া হিসেবে পরিচিত) , বই এবং মোমবাতি দিয়ে নিজস্ব কম্পোজিশন ।
🎨GROUP J (2009) গরু এবং গরুর গাড়ি দিয়ে নিজস্ব কম্পোজিশন
🎨GROUP K (2008) কমপক্ষে ১জন বালক, ১জন বালিকা নিয়ে যেকোনো হারিয়ে যেতে বসা খেলা বিষয়ক নিজস্ব কম্পোজিশন
🎨GROUP L (2007) তালগাছ, ছাগল এবং মানুষ দিয়ে নিজস্ব কম্পোজিশন
🎨GROUP M (2006 and ABOVE) যেকোন অচেনা মানুষের মুখাবয়ব (বিশেষভাবে পরিচিত কারও মুখাবয়ব হলে চলবে না)।
🎨 যেকোন মিডিয়ামে করা যাবে। কিন্তু একটি রঙে আঁকা ছবি বাতিল করা হবে।
🎨 বসে আঁকো প্রতিযোগিতার দিনে একটি ১১”/১৫” সাইজের কাগজ সরবরাহ করা হবে।
সকলের সহযোগিতা কামনা করি।🙏